জামালপুরের মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী এবারও জামালপুর জেলা থেকে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। এ নিয়ে তিনি নবম বারের মতো ময়মনসিংহ কর অঞ্চলের আওতাধীন জামালপুর জেলার সর্বোচ্চ করদাতার সম্মানে ভূষিত হলেন।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ কর অঞ্চলের সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার কবির উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। অনুষ্ঠানে মসিক মেয়র ইকরামুল হক টিটুর কাছ থেকেই সেরা করদাতার সম্মাননা পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন ফারুক আহাম্মেদ চৌধুরী।