জামালপুরের মেলান্দহে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা চালক শাহিন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
অটোরিকশা চালক শাহিনের বাড়ি মেলান্দহ উপজেলার বানিপাকুরিয়ায়। আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরেই প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে। তবে প্রাইভেটকার ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মালঞ্চ বাজারের পাশে জামালপুর শহরগামী একটি প্রাইভেটকার একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মেলান্দগামী আরও একটি অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোরিকশা চালক শাহিনের মৃত্যু হয়।
মেলান্দহ থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই প্রাইভেট কারের চালক পালিয়ে গেছেন। প্রাইভেট কার ও অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে।