হোম > সারা দেশ > শেরপুর

শেরপুর জেলা বিএনপির সভাপতিসহ ২১ নেতা-কর্মী কারাগারে

শেরপুর প্রতিনিধি

নাশকতা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় শেরপুরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালসহ ২১ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বুধবার দুপুরে তারা পৃথক মামলায় পৃথকভাবে জামিনের জন্য আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া ও নুর-ই-জাহিদ দুটি মামলায় তাদের জামিন মঞ্জুর ও অন্য দুটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক খন্দকার মো. শহীদুল হক। 

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে এবং দণ্ডবিধি আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে দলীয় নেতা-কর্মীদের নামে ৪টি মামলা রুজু হয়। 

পরবর্তীতে এসব মামলায় উচ্চ আদালতে থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন মাহমুদুল হক রুবেলসহ অন্যান্য নেতা-কর্মীরা। কিন্তু উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা আদালতে জামিননামা দাখিল করেননি এবং সশরীরে হাজিরও হননি। পরবর্তীতে আজ বুধবার শ্রীবরদী ও ঝিনাইগাতীর পৃথক আদালতে হাজির হয়ে ওই চার মামলায় জামিনের আবেদন জানান মাহমুদুল হক রুবেলসহ ২১ নেতা-কর্মী। 

পরে আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি শেষে দণ্ডবিধির দুটি মামলায় মাহমুদুল হক রুবেলসহ ২১ নেতা-কর্মীর জামিন মঞ্জুর এবং বিস্ফোরক আইনের দুটি মামলায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত