হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে যুবকের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে যুবকের লাঠির আঘাতে মো. আব্দুল হেলিম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের নরসুন্দা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। আব্দুল হেলিম ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত যুবক বুলবুল মিয়াকে (৩৫) স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। বুলবুল প্রতিবেশী সুলতান মিয়ার ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল হেলিম শুক্রবার মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে নরসুন্দা নদীর পাড়ে বোরো ধানের বীজতলা দেখতেন। হঠাৎ বুলবুল কাঠের লাঠি নিয়ে ধাওয়া দেন। আব্দুল হেলিম ধাওয়া খেয়ে বোরো ধানের বীজতলায় পড়ে যান। সেখানে বুলবুল তাঁর হাতে থাকা কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা বুলবুলকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং বুলবুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, বুলবুল মানসিক ভারসাম্যহীন রোগী। 

আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু আজকের পত্রিকাকে বলেন, ‘লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু হয়। অভিযুক্ত বুলবুল মানসিক ভারসাম্যহীন রোগী বলে শুনেছি।’ 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ