হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে যুবকের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে যুবকের লাঠির আঘাতে মো. আব্দুল হেলিম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের নরসুন্দা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। আব্দুল হেলিম ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত যুবক বুলবুল মিয়াকে (৩৫) স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। বুলবুল প্রতিবেশী সুলতান মিয়ার ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল হেলিম শুক্রবার মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে নরসুন্দা নদীর পাড়ে বোরো ধানের বীজতলা দেখতেন। হঠাৎ বুলবুল কাঠের লাঠি নিয়ে ধাওয়া দেন। আব্দুল হেলিম ধাওয়া খেয়ে বোরো ধানের বীজতলায় পড়ে যান। সেখানে বুলবুল তাঁর হাতে থাকা কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা বুলবুলকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং বুলবুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, বুলবুল মানসিক ভারসাম্যহীন রোগী। 

আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু আজকের পত্রিকাকে বলেন, ‘লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু হয়। অভিযুক্ত বুলবুল মানসিক ভারসাম্যহীন রোগী বলে শুনেছি।’ 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার