হোম > সারা দেশ > নেত্রকোণা

বখাটের কোপে নিহত স্কুলছাত্রীর বোনকে চাকরি দিলেন ডিসি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় বখাটের দায়ের কোপে নিহত স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের বড় বোন নিপা রানী বর্মণকে চাকরি দিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের কার্যালয়ে নেজারত শাখায় আউটসোর্সিংয়ে তাঁকে চাকরি দেওয়া হয়।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নিপা রানী বর্মণের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় মুক্তি রানীর বাবা-মা তাঁর সঙ্গে ছিলেন। নিপা রানী বর্মণ নেত্রকোনা সরকারি কলেজে পড়েন।

জেলা প্রশাসক আজকের পত্রিকাকে জানান, মুক্তি রানীর ভাই-বোনেরা যেন তাদের ঠিকমতো পড়ালেখা চালিয়ে যেতে পারে, তারা যেন তাদের অসহায় না ভাবে, সেই মানবিক দৃষ্টিকোণ থেকেই মুক্তি রানী বর্মণের বড় বোনকে চাকরি দেওয়া হয়েছে। এতে পরিবারটি অর্থনৈতিকভাবে সাপোর্ট পাবে। এ ছাড়া মানসিকভাবে ওই পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য প্রশাসন সব সময় সুনজর রাখবে।

জেলা প্রশাসক বলেন, ‘মুক্তি রানী হত্যার ঘটনায় আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। এ ঘটনা আমার মনে কঠিন দাগ কেটেছে। যে চলে গেছে, তাকে তো আর ফেরানো যাবে না। তবে যাঁরা আছেন, তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টায় নিজ উদ্যোগে এই চাকরির ব্যবস্থা করেছি।’

অঞ্জনা খান মজলিশ আরও বলেন, ‘প্রশাসনে চাকরির সঙ্গে মানবিকতার দায়িত্বও রয়েছে আমাদের। আমরা চাই মুক্তি রানী বর্মণের মতো আর যেন কাউকে এভাবে জীবন দিতে না হয়।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারহাট্টা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা সেন্টু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য প্রমুখ।

প্রসঙ্গত, ২ মে নেত্রকোনার বারহাট্টায় স্কুল থেকে ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বখাটে কাওসার (১৯)। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। পরদিন বিকেলে কাওসারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতারা মুক্তি রানীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু এরই মধ্যে মুক্তি রানীর পরিবারকে অর্থ সহায়তা করেছেন। সেই সঙ্গে তাঁর ভাই-বোনদের পড়ালেখার খরচ বহন করার কথা ঘোষণা দিয়েছেন। জেলা পরিষদ থেকেও অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মুক্তি রানীরা ছয় বোন ও এক ভাই। অত্যন্ত দরিদ্র পরিবার হলেও ভাই-বোনেরা সবাই পড়াশোনা করছেন। তাঁরা যেন নির্ভয়ে পড়াশোনা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন মুক্তি রানীর বাবা নিখিল বর্মণ।

নিহত মুক্তি রানী স্থানীয় প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সেই সঙ্গে নারী প্রগতি সংঘের ইয়ুথ গ্রুপের সদস্য ছিল। সে বাল্যবিবাহ, ইভ টিজিং প্রতিরোধে কাজ করছিল।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ