হোম > সারা দেশ > নেত্রকোণা

আটপাড়ায় মন্দির পাহারায় ছাত্রদলের নেতা-কর্মীরা

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাফায়েত খান সাকু, তেলিগাতী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিব হাসান রনি ও সদস্যসচিব রকির নেতৃত্বে এই পাহারা দেওয়া হয়। এ সময় ছাত্রদলের অর্ধশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

তেলিগাতী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব রকি বলেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় তেলিগাতী সরকারি কলেজ শাখার ছাত্রদল সারা বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মাদের হামলার হাত থেকে মন্দির, গির্জা সুরক্ষা দিতে রাতে পাহারায় আছি।’

তেলিগাতী সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক রাকিব হাসান রনি বলেন, ‘অতীতের মতো আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা তেলিগাতী সরকারি কলেজ ছাত্রদল রাত-দিন কাজ করে যাচ্ছি, সামনেও করে যাব।’

জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাফায়েত খান সাকু বলেন, ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা আমাদের সংখ্যালঘু ভাইবোনদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেব না।’

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা