জামালপুরের মেলান্দহে গোয়ালঘর থেকে সুরাইয়া বেগম (৫৫) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০ টার দিকে ঝাউগড়া ইউনিয়নের টগারচর এলাকার ওই নিহত নারীর বাড়ির পাশের গোয়ালঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। সুরাইয়া বেগম ওই এলাকার আজিজুল হকের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
নিহতের স্বামী আজিজুল হক জানান, ভোরে গোয়ালঘর থেকে গরু বের করতে যান তাঁর স্ত্রী সুরাইয়া বেগম। তিনি মসজিদে ফজরের নামাজ পড়ে গোয়াল ঘরে গিয়ে স্ত্রীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে লোকজন আসে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য তিন জনকে থানায় আনা হয়েছে।