হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় বালুভর্তি ট্রাকে মিলল ১২০ বস্তা চিনি, গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ১২০ বস্তা চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর পশ্চিম বাজার মোড় নামক এলাকায় থেকে ট্রাকসহ এসব চিনি জব্দ করা হয়। এ ঘটনায় মো. মহর আলী (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালকসহ ইমাম হোসেন ওরফে ইঞ্জিল হক (৪২) ও কাউছার মিয়া (৪০) পালিয়ে গেছে। ট্রাক চালকের নাম জানাতে পারেনি গ্রেপ্তার মহর আলী। গ্রেপ্তার মহর আলী পাশ্ববর্তী দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মুনসুরপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে চিনি এনে সেগুলো দেশি বস্তায় ভরে। পরে পুলিশের চোখ ফাঁকি দিতে বস্তাগুলো ট্রাকে তুলে তাঁর ওপর ত্রিপল দিয়ে বালুভর্তি করে জেলা শহরের দিকে রওনা হয়। গোপনে খবরে নাজিরপুর পশ্চিম বাজার মোড় এলাকায় অভিযান চালায় কলমাকান্দা থানার একদল পুলিশ। সন্দেহজনক ট্রাকটি থামিয়ে তল্লাশি করে বালুর নিচে থাকা ১২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি পায় পুলিশ। 

পরে চিনিসহ ট্রাকটি জব্দ করার পাশাপাশি মহর আলী নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে চালকসহ আরও দুই চোরাকারবারি পালিয়ে যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মহর আলী পালিয়ে যাওয়া দুই চোরাকারবারি নাম প্রকাশ করে। তবে ট্রাক চালকের নাম জানাতে পারেনি। সেই সঙ্গে চিনিগুলো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় মহর আলী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে চোরাকারবারিরা এমন অভিনব পন্থা অবলম্বন করেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় মহর আলীকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ