জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক চাপায় মাসুদ মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় পৌরসভার বাউসি এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মাসুদ মিয়া পৌরসভার স্বস্তিকা ফ্লাওয়ার মিলে শ্রমিকের কাজ করেন। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি পৌর এলাকার বাউসি বাজার থেকে কেনাকাটা শেষে সাইকেলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে স্বস্তিকা ফ্লাওয়ার মিল সংলগ্ন প্রধান সড়কে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।