হোম > সারা দেশ > ময়মনসিংহ

হজে পাঠানোর কথা বলে ২ কোটি টাকা আত্মসাৎ, দুইজন কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা মুসল্লিদের হজে যাওয়ার দুই কোটি টাকা আত্মসাতের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে হাজির করলে বিচারক আসমা সুলতানা রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার দক্ষিণ আউচপাড়া এলাকার তানভীর আব্দুল হান্নান (৪২) এবং একই এলাকার সুর তরঙ্গ রোডের শরীফ হোসাইন ওরফে মাসুম বিল্লাহ (৪৬)। এর আগে এই ঘটনায় প্রতারণার শিকার আরিফ হোসেন নামে একজন বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে বিচারক ৬ মে রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘গত বছর দুই প্রতারক জেলার তারাকান্দা ফুলপুর, সদর, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন এলাকার শতাধিক লোকের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়। বিশ্বাস অর্জনে তারা ওই বছরই কয়েকজনকে ওমরা হজে পাঠান। এরপর তারা তারাকান্দা থানার মাঝিয়ালি গ্রামে কয়েকটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ শুরু করে। হঠাৎ ৩ / ৪ দিন আগে আসামিরা ফিশারিতে এসে মাছ বিক্রি শুরু করেন। পরে বিষয়টি ভুক্তভোগীরা জানতে পেরে তারাকান্দা থানা–পুলিশকে জানায়। পরে পুলিশ তাদের আটক করে।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০