হোম > সারা দেশ > নেত্রকোণা

মদনে পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফি-এর নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত টাকা ফেরত না দিলে পরীক্ষা স্থগিত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। 

আজ সোমবার বিকেলে পরীক্ষা শেষে শিক্ষার্থী ও কলেজ শাখার ছাত্রলীগের নেতা–কর্মীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। 

কলেজ সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ সেশনে ৬০৯ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়। এর মধ্যে ৩২৩ জন শিক্ষার্থী অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। প্রত্যেক পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা আদায় করেছেন কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে কয়েক দিন ধরে শিক্ষার্থী ও শিক্ষকরে মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। 

অপর দিকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। বর্তমানে তদন্ত চলমান রয়েছে। 

কিন্তু শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সোমবার পরীক্ষা শেষে টাকা ফেরত ও অধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল করে। সেই সময় শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত করে বিভিন্ন কর্মসূচির করার হুঁশিয়ারি দেয়।

এ ব্যাপারে মদন সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহ্বায়ক এস এম আকরাম হাসান বলেন, ‘ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষ সকল ধরনের ফি-বাবদ টাকা নিয়েছে। এখন পরীক্ষার ফি এর নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা আদায় করেছে। এ নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। টাকা ফেরত না দিলে পরীক্ষা স্থগিতসহ মানববন্ধন কর্মসূচি দেওয়া হবে।’ 

জানতে চাইলে কলেজর অধ্যক্ষ মো. গিয়া উদ্দিন বলেন, ‘ভর্তির সময় পরীক্ষার ফি শিক্ষার্থীদের নিকট থেকে নেওয়া হয়নি। নিয়মানুযায়ী পরীক্ষার্থীদের নিকট থেকে ৩০০ টাকা টাকা নেওয়া হয়েছে। একাংশ শিক্ষার্থী বিনা পয়সায় পরীক্ষা দিতে চায়। তাই তারা ঝামেলা করছে। বেশি ঝামেলা করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।’ 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগে তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ