হোম > সারা দেশ > শেরপুর

‘আত্তির দল ঘর ভাইঙা দিল, লগে ধান-চালও শেষ করল’

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

বন্য হাতির তাণ্ডবে ভেঙেছে টিনের ঘর। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাড়িঘর তছনছ করে দিয়েছে এক দল বন্য হাতি। হাতির তাণ্ডবে ঘরছাড়া হয়েছে ছয় পরিবার। আজ মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার বুরুঙ্গা–কালাপানি এলাকায় এই ঘটনা ঘটে।

বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার বুরুঙ্গা-কালাপানি এলাকায় ৪০ থেকে ৪৫টি বন্য হাতি একাধিক ঘরবাড়ি লন্ডভন্ড করে। এগুলো বাড়িঘরের বেড়া গুঁড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। ধ্বংস করে ঘরের আসবাবপত্র। এ সময় গোলাঘরের ধান-চাল নষ্ট করে ও খেয়ে ফেলে।

শাহীন মিস্ত্রি, সুফিয়া বেগম, সাফিকুল ইসলাম, হাসনা ভানু, মাজেদা খাতুন, শহর ভানুর বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে গেছে বন্য হাতির দল। এ ছাড়া ১৬০ মণ ধান ও ৩০ মণ চাল খেয়ে ও ছুড়ে ফেলে নষ্ট করেছে হাতিগুলো।

ক্ষতিগ্রস্ত শাহীন মিস্ত্রি বলেন, ‘সারা বছর খাওয়ুনের জন্য সবেমাত্র ধান-চাল রাখছিলাম। আত্তির দল তো আমার থাকার ঘরও ভাইঙা দিল। লগে ধান-চালও শেষ করল। সারা বছর অহন কেমনে চলমু আল্লাহ জানেন৷’

বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, ৪০-৪৫টি বন্য হাতির একটি দল বুরুঙ্গা-কালাপানিতে তাণ্ডব চালিয়েছে ৷ এতে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে ৷

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ