হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, প্রতিবাদে ৫ বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নান্দাইল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা আব্দুল আলী ফকিরে ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালিয়ে পাঁচটি ঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে চেয়ারম্যান আব্দুল আলী ফকির রাজীবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়ার একটি ব্রিজ নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীর সঙ্গে যান। সেখানে নান্দাইল উপজেলার চরবেতাগৈর চরলক্ষ্মীদিয়া গ্রামের স্বপন, জীবন ও আপনসহ কয়েকজন যুবক চেয়ারম্যানের ওপর হামলা চালান। ঘটনা জানাজানি হলে চেয়ারম্যানের বাড়িতে রাজিবপুর ইউনিয়নের ২-৩ হাজার মানুষ জড়ো হন। 

বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের বাড়িতে আবারও ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটিচরনপাড়া গ্রামে মানুষ জড়ো হন। এরপর নান্দাইল উপজেলায় চরলক্ষ্মীদিয়া গ্রামের স্বপন, জীবন ও আপনের বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। 

ভুক্তভোগী স্বপন মিয়া মোবাইল ফোনে বলেন, `চেয়ারম্যানের লোকজন আমাদের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে।' 

আব্দুল আলী ফকির আজকের পত্রিকাকে বলেন, `গতকাল আমার ওপর হামলা করেছে আমি পুলিশকে জানিয়েছি। এ ঘটনার সাথে আমি সম্পৃক্ত না। স্বপন, আপন, জীবনরা তাঁদের এলাকায় অনেক অত্যাচার করে আসছে। এলাকার লোকজন হয়তো ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।' 

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, `ঘটনা শুনেছি, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। ঘটনাটি দুই থানার সীমান্ত থাকায় দুই থানার পুলিশ ঘটনা পর্যবেক্ষণ করছে।' 

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, `ঘটনার পর পরই আমরা ঘটনা স্থল পরিদর্শন করি। এলাকার পরিবেশ এখন স্বাভাবিক। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার