হোম > সারা দেশ > জামালপুর

৭ বছর আত্মগোপনে থাকা যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

সাত বছর আত্মগোপনে থাকার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার আসামি মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সদর উপজেলার হরিণাকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেন (৮০) উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিণাকান্দা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।

পরে জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দীন তার সভাকক্ষে এক বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ও এনামুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার পরোয়ানাভুক্ত পলাতক এ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালান।

অভিযানের সময় গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তিনি গ্রেপ্তার এড়াতে আট বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিল মাসে বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদী হয়ে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে একটি মামলা দায়ের করেন। যা পরবর্তী সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর হয়। পরে ওই বছরের ৯ ডিসেম্বর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত