হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে ভাইস চেয়ারম্যানের মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে ডাকাতি মামলায় গ্রেপ্তার হওয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদারের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী মাফিয়া ইসলাম রোমকী। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ এলাকায় জুমান তালুকদারের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাফিয়া ইসলাম রোমকী বলেন, ‘আমার স্বামী জুমান তালুকদার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়লাভ করেন। গত ২৮ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ব্যাপক রদবদল হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে শাহিনা বেগমের নাম ঘোষণা করা হয়। এরপর ২২ ডিসেম্বর সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকায় রওনা দেন জুমান তালুকদার। ২৪ ডিসেম্বর সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন শেষে ঢাকায় তাঁর বড় বোনের বাসায় রাত্রী যাপন করেন।’

সংবাদ সম্মেলনে মাফিয়া ইসলাম রোমকী আরও বলেন, ‘এদিকে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার আওয়ামী লীগের সভাপতির বাড়িতে ডাকাতির নাটক সাজানো হয়। ২৫ ডিসেম্বর দুপুরে আমি আমার মেয়েসহ পাখিমার আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হলে প্রথম বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি হই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই আমি।’

‘গত ১ ফেব্রুয়ারি আমার ওষুধ কিনতে ফার্মেসিতে যাওয়ার সময় জুমান তালুকদারকে জামালপুরের ডিবি পুলিশ আটক করে। পরে আমিসহ আমার পরিবারের সদস্যরা জানতে পারি শাহিনা বেগমের সাজানো মামলায় তাঁকে আটক করা হয়েছে। আমি এই মামলা দ্রুত প্রত্যহার ও আমার স্বামীর মুক্তি চাই।’ যোগ করেন মাফিয়া ইসলাম রোমকী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারের মা জুলেখা বেগম, মেয়ে জান্নাত, জেসিয়া প্রমুখ।

এ বিষয়ে জানতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা