হোম > সারা দেশ > নেত্রকোণা

জামানত হারালেন সাবেক ভিসি ড. আনোয়ার

নেত্রকোনা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি মাত্র ৬ হাজার ১৯১ ভোট পেয়েছেন।

গতকাল রোববার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

নেত্রকোনা-৫ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে বৈধ ভোট পড়ে ১ লাখ ১৫ হাজার ৩০টি। এতে প্রার্থীর জামানত রক্ষায় ১৪ হাজার ৩০ ভোট পেতে হতো। কিন্তু স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৬ হাজার ১৯১ ভোট। ফলে আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ওই তিনি জামানত হারান। এই আসনে আনোয়ার হোসেন ছাড়াও আরও দুজন প্রার্থী জামানত হারিয়েছেন।

তাঁরা হলেন তৃণমূল বিএনপির আব্দুল ওয়াহহাব হামিদী। তিনি পেয়েছেন ৩৭২ ভোট। আর জাতীয় পার্টির (লাঙ্গল) ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১ হাজার ৬০৬ ভোট। অন্যদিকে নৌকার প্রার্থী আহমদ হোসেন ৭৯ হাজার ৬৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

গত ২০ নভেম্বর জাসদ ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আনোয়ার হোসেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। পরে গত ৩ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন সমস্যার কারণে আনোয়ার হোসেনের প্রার্থিতা বাতিল করেন। শেষে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফেরত পান তিনি।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার