হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ৩ জনের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

মোহনগঞ্জে ভ্রাম্যমাণ আদালত টিকিট কালোবাজারির অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির সময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এর পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিব এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ বেলা ৩টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার মো. খসরু (২৫), একই এলাকার ফুল মিয়া (৪৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের আবু সাইম (২৫)। তাঁদের মধ্যে খসরু ও সাইমকে ৫০০ টাকা ও ফুল মিয়াকে ৯০০ টাকা জরিমানা করা হয়।

সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার থেকে আগে থেকেই কিনে রেখে অধিক দামে যাত্রীদের কাছে বিক্রি করে একটি চক্র। যাত্রীদের থেকে এমন অভিযোগ পেয়ে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।

মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা তিনজন টিকিট কালোবাজারিকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ‍ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানাহাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হবে।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা