হোম > সারা দেশ > নেত্রকোণা

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত, আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করেছে।

আজ সোমবার দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে। 

নিহত কৃষক ওই গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে। আটক ব্যক্তিরা হলেন নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে সোহাগ (৪০), সিরাজুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে বাবু মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই দিন আগে নায়েকপুর গ্রামের সামনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওই গ্রামের মোস্তাকিম একই গ্রামের হাসানকে মারধর করেন। তুচ্ছ ঘটনা নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে আজ সকালে গ্রামে এক সালিস বৈঠকে বিষয়টি মীমাংসা হয়।

সালিস থেকে ফেরার পথে আবার দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের আঘাতে কৃষক দিলীপ খান নিহত হন। এ ঘটনায় জড়িত থাকায় তাৎক্ষণিক পুলিশ তিন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে সড়কে মিনিবাস উল্টে নিহত ২

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত