হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে মেলায় গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে নানাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ মমিনুল ইসলাম (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মমিনুলের নানাবাড়ি সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের বড় ঝুকনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মমিন। গতকাল বুধবার বিকেলে ছোট বোনকে নিয়ে মমিনুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নানাবাড়ি বেড়াতে আসেন। রাতের খাবার খেয়ে নানার সঙ্গে পাশের মুশুদ্দি গ্রামে মাজারে মেলা দেখতে যান। সেখান থেকে তিনি হারিয়ে যান।

মমিনুলের নানা মোহাম্মদ আলী বলেন, গতকাল রাতে মমিনুল তাঁর সঙ্গে মাজারে যান। একপর্যায়ে মমিনুল নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ