হোম > সারা দেশ > জামালপুর

২ মাস ধরে ২ ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে ১০ বছর বয়সী দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত বজলুর রহমান (২৮) পৌরসভার সাতপোয়া এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিক্ষক বজলুর ওই মাদ্রাসার দুই ছাত্রকে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিলেন। ভুক্তভোগী এক শিক্ষার্থী গতকাল শনিবার বিষয়টি তার পরিবারকে জানায়। পরে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর অভিভাবক এসে শিক্ষক বজলুরের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চান। এ নিয়ে দুজনের মধ্যে হট্টগোল বেঁধে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শিক্ষক বজলুরকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রের মা বলেন, ‘আমার সন্তানের সঙ্গে দুই মাস ধরে ওই লম্পট শিক্ষক এমন খারাপ কাজ করে আসছিল। ছেলে বিষয়টি না জানালে আমরা কিছুই বুঝতে পারতাম না।’ ওই শিক্ষক একই প্রতিষ্ঠানের অপর এক ছাত্রের সঙ্গেও এমন অপকর্ম চালিয়ে আসছিলেন বলে ওই মা জানান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।’

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক