হোম > সারা দেশ > শেরপুর

স্ত্রীর করা মামলায় কলেজ প্রভাষক কারাগারে 

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় স্ত্রীর দায়ের করা মামলায় তারিকুল হাসান (৪০) নামে এক কলেজ প্রভাষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার প্রভাষক উপজেলার পাচঁকাহনীয়া গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক। 

মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৮ বছর আগে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারের সামছুল হকের মেয়ে শিহাদ ফারজানা হকের (৩৭) বিয়ে হয় তারিকুল হাসানের সঙ্গে। সংসারে তাদের এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। 

বিয়ের মেয়ের বাবা জামাতাকে নগদ তিন লাখ টাকা ও ৫০ হাজার টাকার আসবাবপত্র দেন। কিন্তু পুনরায় তিনি নতুন করে আরও আট লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী ফারজানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। 

ছয় মাস আগে যৌতুকের টাকার জন্য তারিকুল ফারজানাকে মারধর করে সন্তানসহ বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরবর্তীতে বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি হলে ফারজানা সন্তানদের নিয়ে স্বামীর সংসারে চলে আসেন। 

গত ৭ নভেম্বর তারিকুল যৌতুকের টাকার জন্য ফারজানাকে আবার মারধর করে আহত করেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা নেন। 

বিষয়টি নিয়ে ফারজানা ৯ নভেম্বর শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী তারিকুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নকলা থানা-পুলিশকে নির্দেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ও নকলা থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি তারিকুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ