জামালপুরের মেলান্দহে আবু সাঈদ (১৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। আবু সাঈদ ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে আবু সাঈদ পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাকে সারা দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে নিজেদের সেচ পাম্পের মোটর ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘মরদেহ গতকাল রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।’