হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাকৃবিতে ছাত্রীর শ্লীলতাহানি: প্রধান অভিযুক্ত অটোচালক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্ত অটোরিকশাচালক মোশাররফ হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অটোরিকশাটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় বিচারসহ চার দফা দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের প্রধান নাজমুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ করার পরই অভিযান শুরু করে পুলিশ। পাশাপাশি যানবাহনে তল্লাশি শুরু করে। পরে অটোরিকশাচালক মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নেত্রকোনা গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক দীন মোহাম্মদ দিনু জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে কাজ শুরু করা হয়েছে। প্রক্টরিয়াল বডির পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি আলোচনা করে সুরাহা করা হচ্ছে।

গতকাল সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কাছে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট রাস্তা ব্যতীত সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা, এসব বাহনের নির্ধারিত কোড ও চালকদের নির্দিষ্ট পোশাকের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের ফার্মের রাস্তাগুলোতে অবিলম্বে নিরাপত্তা জোরদার করা এবং শিক্ষার্থী শ্লীলতাহানির ঘটনায় অবিলম্বে বিচার করা।

৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় থেকে শাহজালাল পশুপুষ্টি মাঠ গবেষণাগার সংলগ্ন রাস্তায় অটোরিকশাচালক কর্তৃক শ্লীলতাহানির শিকার হয় পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী।

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার