হোম > সারা দেশ > জামালপুর

দাফনের ১৫ মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে দাফনের ১৫ মাস পর কবর থেকে সিমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মরদেহ তোলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তার বাড়ি কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান শাহজালাল মোড় এলাকা থেকে মরদেহটি তোলা হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সিমা খাতুনের স্বামী মোস্তাফিজুর রহমানের সঙ্গে সিমার ভাই শাহ জামালের স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর কিছুদিন পর সিমা খাতুন অজানা রোগে মৃত্যু হয়। এর কিছুদিন পর তার ভাই শাহ জামালেরও মৃত্যু হয়। এতে করে তাদের পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে শাহ জামাল ও সীমার বাবা ইউসুফ আলী বাদী হয়ে গত ৪ অক্টোবর আদালতে ৩০২ / ৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সালামের সহযোগিতায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের উপস্থিততে সিমা খাতুনের মরদেহ তোলা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ হারুন অর রসিদ।

এ বিষয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ‘মৃত্যুর সময় থানায় কোনো কিছু জানানো হয়নি। হঠাৎ ওই সিমা খাতুনের বাবার অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’ 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩