হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বৃষ্টিতে সড়ক ভেঙে দুর্ভোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

টানা দুই দিনের বৃষ্টির পানিতে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। সড়ক ও জনপথ বিভাগ সড়কটি মেরামতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে।

সোমবার সকালে গিয়ে দেখা গেছে, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জের মহেষকুড়া ঈদগাহ মাঠসংলগ্ন সড়কের বিশাল অংশ ভেঙে পাশের ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে। এতে সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির গর্তের। এতে বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। সড়কের পশ্চিম পাশে বিভিন্ন যানবাহন যাত্রীর জন্য অপেক্ষা করছে। দেওয়ানগঞ্জ বাজার থেকে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠছেন যাত্রীরা। গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে রাস্তাটির এমন অনেক জায়গায়ই ভাঙনের সৃষ্টি হয়েছে।

অটোরিকশাচালক মো. সুজন মিয়া বলেন, ‘দুই পাশের মাটি সরে সড়ক ধসে গেছে। আমরা বেকায়দায় পড়েছি। অটো নিয়ে এদিকেও যেতে পারি না অন্য দিকেও যেতে পারি না। এতে আয়-রোজগার কমে গেছে।’ 

স্থানীয় রাজাপুর দাখিল মাদ্রাসার প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল বলেন, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির পানিতে সড়কের বিভিন্ন জায়গায় ধসে গর্ত সৃষ্টি হওয়াতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত করার দাবি করছি। 

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুর থেকে হোসেনপুর সড়কের ১০-১৫টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা মেরামত কাজ করছি। খুব দ্রুত দেওয়ানগঞ্জের ভেঙে যাওয়া অংশটি মেরামত করব।’

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ