হোম > সারা দেশ > জামালপুর

যমুনার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ছাঁটাই বাতিলের দাবিতে বিক্ষোভ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ছাঁটাই বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ রোববার সকালে কারখানা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। 

জানা যায়, উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানা থেকে অবৈধভাবে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ সকালে কারখানার প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সময়ে প্রায় ৩ বছর আগে মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ যমুনা সার কারখানার ঠিকাদার নিযুক্ত করা হয়। ঠিকাদার নিযুক্ত করার পর ১৮৬ জন দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক ছাঁটাই করে বিসিআইসি কর্তৃপক্ষ তাঁদের অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে বলে দাবি করেছেন শ্রমিকেরা। 

ছাঁটাই হওয়া শ্রমিকেরা তাঁদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা মেসার্স জান্নাত এন্টারপ্রাইজকে অবৈধ ঠিকাদার বলে অভিযুক্ত করেছে। মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের পাওনা বিল উত্তোলন বন্ধে নানা অপতৎপরতা চালিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। পরে থানায় সাধারণ ডায়েরি করে পুলিশের সহযোগিতায় বিল উত্তোলন করা হয় বলে যমুনার নিযুক্ত ঠিকাদার দাবি করেছেন। 

বিক্ষোভ চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সার কারখানা ফটকে পুলিশ মোতায়েন করা হয়। ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করেন শ্রমিকেরা। 

মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাখাওয়াতুল আলম মুকুল বলেন, আমার ঠিকাদারি লাইসেন্স চলতি বছরের জুন পর্যন্ত বিসিআইসি অনুমোদন দিয়েছে। কাজেই লাইসেন্স অবৈধ হওয়ার কোনো কারণ নেই। 

সাখাওয়াতুল আলম মুকুল আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শ্রমিকদের দিয়ে কারখানায় ঝামেলা সৃষ্টির পাঁয়তারা করছেন। শুধু তাই নয়, তাঁরা নানা অপতৎপরতায় মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের বিল আটকে গিয়েছিল। পরে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করে বিল উত্তোলন করা হয়। 

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রীর সময়ে অবৈধভাবে কিছু শ্রমিক ছাঁটাই করে অন্য শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়। ওই শ্রমিকেরা ছাঁটাই বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। 

যমুনা সারকারখানার জিএম (প্রশাসন) মোহাম্মদ শহীদুল্লাহ্ খান বলেন, শ্রমিক ছাঁটাই ও নিয়োগ দেওয়ার বিষয়টির পুরোটাই বিসিআইসির এখতিয়ারভুক্ত। 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ