হোম > সারা দেশ > জামালপুর

আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার বাদীর কোচিং সেন্টারে অগ্নিসংযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলার বাদীর মালিকানাধীন কোচিং সেন্টারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে এ আগুন দেওয়া হয়।

ওই বাদীর নাম হাফিজুর রহমান। তিনি গোয়ালেরচর ইউনিয়নের সভারচর কারীপাড়ার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

সরেজমিন দেখা গেছে, গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী চৌরাস্তায় হাফিজুরের মালিকানাধীন ইকরা আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের ছয়টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

হাফিজুর বলেন, ‘রাত ৩টার দিকে কে বা কারা আমার কোচিং সেন্টারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পৌনে এক ঘণ্টা পর ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে তিনটি ঘরের ছয়টি কক্ষসহ আসবাব পুড়ে ব্যাপক ক্ষতি হয়।’

এর আগে হাফিজুরের বিরুদ্ধে আদালতে অনাপত্তিপত্র দিয়ে মামলার তিন আসামিকে জামিনে সহযোগিতা করার ‘অভিযোগ তোলে’ এই কোচিং সেন্টারে ভাঙচুর শেষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। নিজ দলের কতিপয় নেতা-কর্মী এই হামলা চালিয়েছিলেন বলে দাবি হাফিজুরের।

অগ্নিসংযোগের বিষয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণ করেছি। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আগুন লাগার ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সভারচর এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় রাতে ছাত্রদল নেতা হাফিজুর বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় মামলা করেন।

এ মামলায় হাফিজুর ১৫ এপ্রিল জামালপুর আদালতে তিন আসামির বিষয়ে অনাপত্তিপত্র দাখিল করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় রাতে হাফিজুরের কোচিং সেন্টারের প্রাচীর ভাঙচুর ও গেটে তালা ঝুলিয়ে দেন স্থানীয় বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ