হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধার লাশ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে বাড়ি থেকে নিখোঁজের দুই দিন পর নদী থেকে সমুরতেজান (৬৫) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি সদর ইউনিয়নের গোপীনগর এলাকার হোসেন আলীর স্ত্রী।

আজ বুধবার সমুরতেজানের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। এর আগে গতকাল রাতে তাঁর পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন সমুরতেজান। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে আশপাশ এলাকায় মাইকিং করা হয়।

এদিকে গতকাল কৈচাপুর এলাকার গাঙ্গিনা নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পান কয়েকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল নদী থেকে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক কেউ পরিচয় শনাক্ত না করতে পারায় লাশ থানায় নিয়ে যাওয়া হয়। পরে এ খবর জানতে পেরে রাতে সমুরতেজানের পরিবার থানায় গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করে।

হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মমেকের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল