হোম > সারা দেশ > নেত্রকোণা

শিশুপার্কে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নুরুল্লারচর এলাকায় অবস্থিত ডিজনি চিলড্রেন পার্কটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শিশুপার্কের ভেতর স্কুল-কলেজগামী তরুণ-তরুণীদের অশালীন কার্যক্রমের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ দাবি তোলা হয়।

আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিংধা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য হেলেনা আক্তার, হালিমা খাতুন, জিন্নাতুল ইসলাম, সাইদুল ইসলাম ও আব্দুল কাইয়ুম।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্কটি স্থাপনের পর থেকে অসামাজিক কাজসহ অশ্লীলতা ও বেহায়াপনা দিন দিন বেড়েই চলেছে। এলাকার উঠতি বয়সের তরুণ-তরুণীসহ স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। বিষয়টির প্রতিবাদ করলে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালাম ও ম্যানেজার আনোয়ার হোসেন স্থানীয়দের হুমকি দেন। তাই সামাজিক পরিবেশে ও শান্তি-নিরাপত্তা নিশ্চিতে পার্কটি বন্ধ করতে হবে। পরে পার্কটি বন্ধের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। 

এ বিষয়ে জানতে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালামের মোবাইল ফোনে কল দিলেও তিনি রসিভ করেননি।

পার্কটির ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ‘পার্কের মালিকের সঙ্গে তাঁর ভাতিজার জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের কারণে তারা নানান অপপ্রচার চালাচ্ছে। পার্কের ভেতরে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। সব সময় চেষ্টা করছি পার্কের শৃঙ্খলা ঠিক রাখতে।’ 

বারহাট্টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম আজ রোববার দুপুরে বলেন, ‘ডিজনি পার্কে অসামাজিক কার্যক্রমের বিষয়ে জানতে পেরেছি। আজ পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ