হোম > সারা দেশ > জামালপুর

মেলান্দহে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক নারীকে (৩২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রোকন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার সাধীবাড়ি এলাকা থেকে মো. রোকনকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা–পুলিশ।

এ ঘটনায় থানায় ওই নারী বাদী হয়ে মো. রোকন (৩২) ও বেল্লালকে (৩৩) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. রোকন (১৪ মার্চ) ওই নারীকে রাতে ফোন দিয়ে দেখা করতে বলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই নারী দেখা করতে গেলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে ঘটনাটি পারিবারিকভাবে মীমাংসা করার জন্য স্থানীয়রা কয়েকটি সালিস করেন। সালিসে মীমাংসা না হলে ওই নারী এসে থানায় মামলা দায়ের করেন।

এদিকে জামালপুর জেনারেল হাসপাতালে ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার