হোম > সারা দেশ > নেত্রকোণা

হাওরে ইটবোঝাই নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় হাওরে ইটবোঝাই নৌকা ডুবে মো. আলী শেখ (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের সোনাডুবি হাওরে নাগডরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। 

নিখোঁজ যুবক মো. আলী কলমাকান্দা সদর ইউনিয়নের নানিয়া গ্রামের মৃত বগলা মিস্তির ছেলে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলা সদরের একটি ইটভাটা থেকে ১ হাজার ২০০ ইট নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বিশরপাশার নানিয়া গ্রামে নদীপথে যাওয়ার সময় সোনাডুবি হাওরে এ দুর্ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা দুজন হাওরে পানিতে তলিয়ে যান। এঁদের মধ্যে একজন সাঁতার কেটে হাওর পারে নাগডরা গ্রামে উঠলেও আলী নিখোঁজ রয়েছেন। 

কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, ‘খবর পাওয়ার মাত্রই ময়মনসিংহ ডুবুরি দলের কাছে খবর পাঠানো হয়। বিকেল ৫টা ২৫ মিনিট ডুবুরি দল কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনে পৌঁছায়। পরে ইঞ্জিনচালিত নৌকায় ঘটনাস্থলে গিয়ে আমাদের ডুবুরি দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।’

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ