হোম > সারা দেশ > ময়মনসিংহ

হাইকোর্টের রায়ে নৌকার প্রার্থিতা ফিরে পেলেন আব্দুস সালাম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বাতিল করেছেন হাইকোর্ট। হাইকোর্টে কমিশনের সিদ্ধান্ত বাতিলের ফলে নৌকা প্রতীকে নির্বাচন করতে পারবেন আব্দুস সালাম।

আজ সোমবার দুপুরে বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও অ্যাডভোকেট মতিউর রহমান ভূঁইয়া।

এর আগে গত ৯ ডিসেম্বর নৌকা মনোনীত প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিলে ঋণ খেলাপের অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন আসনটির সংসদ সদস্য ও নৌকা বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান।

পরে গত ১৪ ডিসেম্বর আপিল শুনানি শেষে হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি) ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করা হয়।

এদিকে হাইকোর্টে নৌকা মনোনীত প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে আজ সোমবার দুপুরে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন উপজেলা, পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু