হোম > সারা দেশ > শেরপুর

ভোগাই নদে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

নদ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে নদে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পানিহাটা এলাকায় ভোগাই নদে গোসলে নেমে মৃত্যু হয় তাদের।

মারা যাওয়া ওই দুই ভাই হলো—ময়মনসিংহের হালুয়াঘাট শহরের আহমেদ আলীর ছেলে ইফতাখারুল করিম নিহান (১৯) ও হুমায়ুন কবিরের ছেলে এস এম সাজিত (১৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

জামালপুর ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনেরা জানান, আজ দুপুরে হালুয়াঘাট থেকে ওই দুজনসহ পরিবারের অন্য ১২ সদস্য পানিহাটা এলাকায় বেড়াতে আসে। সাঁতার না জানায় তারা নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল এসে তাদের লাশ উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরে ডুবুরি দলের একজন সদস্য পানিতে ডুবে থাকা দুজনের লাশ উদ্ধার করে।’

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন। তিনি বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন