হোম > সারা দেশ > শেরপুর

ভোগাই নদে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

নদ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে নদে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পানিহাটা এলাকায় ভোগাই নদে গোসলে নেমে মৃত্যু হয় তাদের।

মারা যাওয়া ওই দুই ভাই হলো—ময়মনসিংহের হালুয়াঘাট শহরের আহমেদ আলীর ছেলে ইফতাখারুল করিম নিহান (১৯) ও হুমায়ুন কবিরের ছেলে এস এম সাজিত (১৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

জামালপুর ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনেরা জানান, আজ দুপুরে হালুয়াঘাট থেকে ওই দুজনসহ পরিবারের অন্য ১২ সদস্য পানিহাটা এলাকায় বেড়াতে আসে। সাঁতার না জানায় তারা নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল এসে তাদের লাশ উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরে ডুবুরি দলের একজন সদস্য পানিতে ডুবে থাকা দুজনের লাশ উদ্ধার করে।’

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন। তিনি বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ