হোম > সারা দেশ > নেত্রকোণা

যৌতুক না পেয়ে বিয়ের আসর ত্যাগ, থানায় অভিযোগের পর বিনা যৌতুকে বিয়ে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের টাকা না পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে বিয়ের আসর থেকে চলে যান বর হাসেন মিয়া (২৫)। এতে কনের বাবা থানায় অভিযোগ করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে নানা সমালোচনার সৃষ্টি হয়।

সমালোচনার মুখে পড়ে গতকাল শুক্রবার রাতে যৌতুক ছাড়াই বিয়ে করেছেন বর হাসেন মিয়া। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। আর কনে পাশের রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল মিয়ার মেয়ে তানিয়া খাতুন (২০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে হাসেন মিয়ার সঙ্গে তানিয়া খাতুনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো বরপক্ষ ৪০ জনকে নিয়ে এসেছিলেন। খাওয়াদাওয়া শেষে বিয়ের কার্যক্রমও শুরু হয়েছিল। এ সময় বিয়ে উপলক্ষে বরের পক্ষ থেকে ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিয়ের আসর থেকে বরপক্ষ বরকে নিয়ে চলে যায়। 

এ ঘটনায় গতকাল দুপুরে কনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে বর, বরের বাবাসহ এক আত্মীয় নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে জানতে চাইলে বরের মামা সবুজ মিয়া বলেন, ‘বিষয়টি আমাদের দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। পরে আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে যৌতুক ছাড়াই এ বিয়ে সম্পন্ন করেছি।’

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে দুই পক্ষের সমঝোতায় শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়েছে।’

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা