হোম > সারা দেশ > জামালপুর

যমুনা সার কারখানার সিবিএ নেতাকে মারধর করলেন সাবেক নেতা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানা (জেএফসিএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেনকে (৪৫) মারধরের অভিযোগ উঠেছে সাবেক সিবিএ নেতার বিরুদ্ধে। আজ শুক্রবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিসংলগ্ন কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তোফাজ্জল হোসেনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতের স্ত্রী মাসুমা পারভীন জানান, তাঁরা গাজীপুরের মাওনা এলাকার বাসিন্দা। নিজ বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার সকালে তাঁর স্বামী তোফাজ্জল হোসেন কান্দারপাড়া বাসস্ট্যান্ডে বাসের টিকিট আনতে যান। এ সময় তিনি হামলার শিকার হন। 

তোফাজ্জল হোসেনের সহকর্মী মহিউদ্দিন জানান, করোনার কারণে তাঁর পরিবার দীর্ঘদিন বাড়িতে যেতে পারছিল না। তুষার-তুহিন কাউন্টার থেকে টিকিট নিয়ে ফেরার পথে ১৫-২০ জন তোফাজ্জলকে জোরপূর্বক বাজারের ভেতরে নিতে চায়। একপর্যায়ে তারা তোফাজ্জলকে বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ ব্যাপারে জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।’ 

সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মারধরের বিষয়ে আমি কিছুই জানি না।’

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

কারাগারের অসাধু সদস্যদের সহায়তায় হত্যা মামলার ৩ আসামি মুক্ত হয়: র‌্যাব

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া হত‍্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

নান্দাইলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

ময়মনসিংহে তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের দফায় দফায় সংঘর্ষ-আগুন, আহত ৩০

নালিতাবাড়ীতে বিএনপি নেতাকে বহিষ্কার

ভালুকায় দিপু হত্যা: স্লোগান দিয়ে উসকানির অভিযোগে আরও একজন গ্রেপ্তার

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির বিদ্রোহে সংঘাতের শঙ্কা

শেরপুরে ট্রাকে ৫০টি বস্তায় মিলল ১৩০১ বোতল বিদেশি মদ, আটক ৩