হোম > সারা দেশ > ময়মনসিংহ

সেই শিক্ষকের বহিষ্কারের দাবিতে আন্দোলন তৃতীয় দিনে গড়াল

জাককানইবি প্রতিনিধি

যৌন হয়রানির দায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তৃতীয় দিনে গড়াল। আজ বুধবার সকালে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনের সমন্বিত উদ্যোগে বিবিএ অনুষদ ভবনের সামনে মানববন্ধন করেন।

মানববন্ধনে অভিযুক্ত শিক্ষক সাজন সাহা এবং বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে দ্রুতবিচার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন থাকবে জানিয়ে বিভাগে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তা ছাড়া আন্দোলনকারীরা বিভাগের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া, শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করা এবং পুড়িয়ে ফেলা হয় নামফলক। এ সময় বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রসহ বেশ কয়েকজন শিক্ষককে দীর্ঘক্ষণ অফিসে আটকে রাখেন শিক্ষার্থীরা।

অবরুদ্ধ থাকার পর নিজ বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রক্টরিয়াল বডির সহযোগিতায় বিভাগ ছাড়তে বাধ্য হন রেজুয়ান আহমেদ শুভ্র। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘোরেন।

পরে যৌন হয়রানির ঘটনায় আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে অবিলম্বে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনের অংশ হিসেবে সন্ধ্যায় ৭টায় মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ছাত্রীকে মধ্যরাতে চা পানের নিমন্ত্রণ, অঙ্ক বোঝাতে ব্যক্তিগত চেম্বারে ডাকা, শাড়ি পরে দেখা করতে বলা, ইনবক্সে ছাত্রীর ছবি চাওয়া, মেসেঞ্জারে অন্তরঙ্গ ভিডিও লিংক শেয়ার করার মতো নানা অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে। এই ঘটনায় আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা