হোম > সারা দেশ > নেত্রকোণা

আটপাড়ায় ‘বিটিএস আসক্ত’ ২ মাদ্রাসাছাত্রী নিখোঁজ

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার আটপাড়ায় দুই মাদ্রাসাছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার বিকেল থেকে তারা নিখোঁজ রয়েছে। পুলিশ দুই পরিবারকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে।

জানা গেছে, উপজেলার একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন দোকান থেকে বিটিএসের বিভিন্ন স্টিকার সংগ্রহ করে। গতকাল শুক্রবার বিকেল বেলা কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। সারা দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা রাত ১১টায় বিষয়টি আটপাড়া থানায় জানায়।

নিখোঁজ এক ছাত্রীর বাবা বলেন, ‘আমরা আত্মীয়স্বজনসহ সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি। তারা মানব পাচারকারী গ্রুপ বিটিএসে আসক্ত ছিল।’

নিখোঁজ অপর ছাত্রীর বাবা বলেন, ‘তারা লুকিয়ে স্মার্টফোন ব্যবহার করে বিটিএসে আসক্ত হয়ে পড়ে। আমরা এ ব্যাপারে জানতাম না। বাড়ি থেকে চলে যাওয়ার পর দেখতে পাই ফেসবুকে অনলাইন পেজ বিটিএস ফ্যান ক্লাবে যুক্ত ছিল তারা।’

এ ব্যাপারে জানতে চাইলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পরিবারের সদস্যরা আমাকে বিষয়টি জানিয়েছে। আমি তাদের লিখিত অভিযোগ জানাতে বলেছি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা