হোম > সারা দেশ > নেত্রকোণা

আটপাড়ায় ‘বিটিএস আসক্ত’ ২ মাদ্রাসাছাত্রী নিখোঁজ

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার আটপাড়ায় দুই মাদ্রাসাছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার বিকেল থেকে তারা নিখোঁজ রয়েছে। পুলিশ দুই পরিবারকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে।

জানা গেছে, উপজেলার একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন দোকান থেকে বিটিএসের বিভিন্ন স্টিকার সংগ্রহ করে। গতকাল শুক্রবার বিকেল বেলা কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। সারা দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা রাত ১১টায় বিষয়টি আটপাড়া থানায় জানায়।

নিখোঁজ এক ছাত্রীর বাবা বলেন, ‘আমরা আত্মীয়স্বজনসহ সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি। তারা মানব পাচারকারী গ্রুপ বিটিএসে আসক্ত ছিল।’

নিখোঁজ অপর ছাত্রীর বাবা বলেন, ‘তারা লুকিয়ে স্মার্টফোন ব্যবহার করে বিটিএসে আসক্ত হয়ে পড়ে। আমরা এ ব্যাপারে জানতাম না। বাড়ি থেকে চলে যাওয়ার পর দেখতে পাই ফেসবুকে অনলাইন পেজ বিটিএস ফ্যান ক্লাবে যুক্ত ছিল তারা।’

এ ব্যাপারে জানতে চাইলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পরিবারের সদস্যরা আমাকে বিষয়টি জানিয়েছে। আমি তাদের লিখিত অভিযোগ জানাতে বলেছি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

ময়মনসিংহে সড়কে মিনিবাস উল্টে নিহত ২

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত