হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ১ ব্যক্তি আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

আবু সাঈদ বাদশা। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ আবু সাঈদ বাদশা (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার ইসলামপুর থানায় করা মাদকদ্রব্য নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জামালপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।

আটক আবু সাঈদ বাদশা ইসলামপুর পৌর শহরের তেঘরিয়া খালের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আবু সাঈদ বাদশাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১০৭টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল বাদী হয়ে মাদকদ্রব্য নিরোধ আইনে মাদক ব্যবসায়ী আবু সাঈদ বাদশার বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আনোয়ারুল হক বলেন, ‘আবু সাঈদ বাদশার কাছ থেকে ১০৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। আবু সাঈদ দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকদ্রব্য নিরোধ আইনের মামলায় আবু সাঈদকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হবে। আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর। মাদকসেবী ও ব্যবসায়ীরা পার পাবে না।’

কারাগারের অসাধু সদস্যদের সহায়তায় হত্যা মামলার ৩ আসামি মুক্ত হয়: র‌্যাব

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া হত‍্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

নান্দাইলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

ময়মনসিংহে তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের দফায় দফায় সংঘর্ষ-আগুন, আহত ৩০

নালিতাবাড়ীতে বিএনপি নেতাকে বহিষ্কার

ভালুকায় দিপু হত্যা: স্লোগান দিয়ে উসকানির অভিযোগে আরও একজন গ্রেপ্তার

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির বিদ্রোহে সংঘাতের শঙ্কা

শেরপুরে ট্রাকে ৫০টি বস্তায় মিলল ১৩০১ বোতল বিদেশি মদ, আটক ৩