হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে আন্তজেলা ডাকাত দলের প্রধান গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আন্তজেলা ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আ. সাত্তার (৬২)। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ—ফুলছড়ি গাইবান্ধা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সাত্তার ইসলামপুর উপজেলার জিগাতলা এলাকার বাসিন্দা। 

আজ সন্ধ্যা ৬টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই তথ্য জানান। তিনি বলেন, সাত্তার ২০০৭ সালের ৮ অক্টোবর ইসলামপুর উপজেলার চর নন্দনের পাড়ার জনৈক মো. আসাদের বাড়িতে ডাকাতি করার সময় মারপিট করে গরু চুরি করেন। একই বছর ১৬ ডিসেম্বর ইসলামপুরের সিন্ধুরতলী গ্রামের পূর্ব পাশে যমুনা নদীতে মারপিটসহ ডাকাতি করেন। 

এ ছাড়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় ২০১৩ সালের ডিসেম্বরে হত্যা মামলা, ২০১৫ সালের নভেম্বরে জামালপুরের বকশীগঞ্জ থানায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ এবং ২০১৭ সালে ৭ ফেব্রুয়ারি রাতে ইসালামপুর উপজেলা চরবরুল এলাকায় এক মুদি দোকানের ভেতর ছমেদ আলী মেম্বারকে প্রকাশ্যে গুলি করে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। 

পুলিশ সুপার বলেন, ডাকাত সাত্তার যমুনা নদী এবং যমুনা নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্ক ছিলেন। ভাড়াটে খুনি হিসেবে এলাকায় জনশ্রুতি থাকায় সাধারণ জনগণ তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। 

তাঁর বিরুদ্ধে ইসলামপুর থানায় ডাকাতি, হত্যাসহ সাতটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে আগামীকাল শনিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান। 

ডাকাতদলের প্রধান সাত্তারকে গ্রেপ্তারের খবর ইসলামপুরের চরাঞ্চলে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা গিয়েছে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার