হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: ৭ মাসেও গ্রেপ্তার হয়নি কেউ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

আসামি চার যুবক। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার সাত মাস পেরিয়ে গেলেও আসামি চার বন্ধুর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কবে নাগাদ তাঁদের গ্রেপ্তার করা হবে, এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ভুক্তভোগীর পরিবার। তবে পুলিশের দাবি, খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।

অভিযুক্ত আসামিরা হলেন মাহিন রহমান জুবাই, বাবু, রাকিব ও মাহফুজ। তাঁরা বন্ধু। মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গত ২৬ জুন রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় ১৫ বছর বয়সী এক কিশোরী। একা পেয়ে ওই কিশোরীকে স্থানীয় একটি বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করেন। ওই ঘটনার তিন দিন পর গত ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত চারজনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলা করেন।

মামলাটি প্রথমে তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান ইসলামপুর থানার তৎকালীন তদন্ত (ওসি) এ কে এম মনিরুল ইসলাম। তিনি অন্যত্র বদলি হওয়ায় বর্তমানে মামলাটির তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।

ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করতে আমরা কাজ করছি।’

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা