হোম > সারা দেশ > ময়মনসিংহ

অটোরিকশাচালককে হত্যার ঘটনায় থানায় মামলা, আটক ১ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালক তাপস চন্দ্র সরকারকে (৩৬) হত্যার ঘটনায় খোকন মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা  হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় হত্যার ঘটনাটি ঘটেছে।

হত্যাকাণ্ডের সঙ্গে আরও জড়িতরা হলো বলাশপুর কসাইপাড়ার সহর আলীর ছেলে মো. সোহেল (১৬), বলাশপুর মোড়লবাড়ির আকরাম হোসেনের ছেলে মো. মনির (১৬), বলাশপুর ফকিরবাড়ির বিল্লাল হোসেনের ছেলে মো. সাগর (১৬), কেওয়াটখালী ওয়াপদা মোড়ের চুন্নু মিয়ার ছেলে মো. রোহান (১৬) ও বলাশপুর মধ্যপাড়ার মো. হাসেমের ছেলে মো. রাফি (১৬)।

জানা গেছে, গতকাল আনুমানিক রাত ৮টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটসংলগ্ন এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের গ্লাস ভেঙে যায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে মোটরসাইকেলচালক ক্ষিপ্ত হয়ে স্থানীয় আরও চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে অটোচালক তাপস চন্দ্রকে বেধড়ক মারধর করেন। পরে অটোরিকশাচালককে মারতে মারতে হাক্কানীর মোড়ে নিয়ে যান এবং পানের দোকান থেকে চাকু নিয়ে হত্যা করেন। স্থানীয়রা অটোরিকশাচালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পানদোকানি খোকন মিয়াকে আটক করেছে পুলিশ। হত্যায় জড়িত অন্যদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। আজ রোববার সকালে মৃতের ভাই সুমন চন্দ্র সরকার কোতোয়ালি মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মৃতের ভাই সুমন চন্দ্র সরকার বলেন, ‘আমরা হিন্দুরা অনেকটাই নিরীহভাবে চলাচল করি। আমাদের কারও সঙ্গে কোনো পূর্ববিরোধ নেই। প্রথমে মনে করছি, আমার ভাই দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু পরে পুলিশ বলেছে ভাইকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

মৃতের শ্যালক রনি চন্দ্র বংশী বলেন, ‘আমার বোনজামাইকে এভাবে হত্যা করা হবে তা কোনো দিন ভাবতে পারিনি। তিনি সংসারের একমাত্র অবলম্বন ছিলেন। তাঁর তিনটি মেয়ে রয়েছে। এখন আমার বোন ও মেয়েরা কীভাবে চলবে? আশা করছি, যাঁরা এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন, পুলিশ তাঁদের অচিরেই আইনের আওতায় আনবে।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘তাপস চন্দ্র সরকার ধোবাউড়া-ময়মনসিংহ রুটে অটোরিকশা চালাতেন। গতকাল রাতে যাত্রী নামিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে এলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গ্লাস ভেঙে যায়। এতে মোটরসাইকেলচালক মনির ও তাঁর সহযোগীরা বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাপস চন্দ্রকে মারতে মারতে হাক্কানী মোড়ে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে পানের দোকান থেকে একটি চাকু নিয়ে তাঁর পিঠে আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহতাবস্থায় মমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্রকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। পানদোকানি খোকন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না, বিষয়টি জানতে তাঁকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ