হোম > সারা দেশ > জামালপুর

শেখ হাসিনার সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে: মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ থেকে টানা ছয়বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম বলেছেন, শেখ হাসিনার সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে। জনগণের কল্যাণের চিন্তায় তিনি সব সময় বিভোর থাকেন। 

সোমবার সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জের চরভাটিয়ানী গ্রামে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় চরভাটিয়ানীর বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেডের সদস্যের মধ্যে আবর্তক তহবিল থেকে বিনা সুদে ৫০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা আজম বলেন, একমাত্র শেখ হাসিনার সরকারই জনগণের কল্যাণের কথা চিন্তা করে। বঙ্গবন্ধুর স্বপ্ন গ্রামকে মডেল গ্রাম হিসেবে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। গ্রামের মানুষ এখন স্বাবলম্বী হচ্ছে এই প্রকল্পের আওতায়। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং জামালপুর জেলা সমবায় কর্মকর্তা মো. তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহাবুবুর রহমান রিপন, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ, বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের পরিচালক মো. হেলাল উদ্দিন, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মিরণ প্রমুখ। 

পরে ৮০ জন সদস্যের মধ্যে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৪০ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় মাদারগঞ্জ সার্কেলের এএসপি স্বজল কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ