হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ফের তালা, ৫ ঘণ্টা অবরুদ্ধ চেয়ারম্যান-কর্মকর্তা

ময়মনসিংহ প্রতিনিধি

এইচএসসি ও সমমানের ফলাফল প্রত্যাখ্যান করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড অফিসের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন করেছেন অকৃতকার্য শিক্ষার্থীরা। এতে অফিসের ভেতরে ৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তা। 

এর আগে রোববার (২০ অক্টোবর) নগরের টাউন হল মোড়ে বিভিন্ন এলাকা থেকে এইচএসসিতে অকৃতকার্য শতাধিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সেদিনও প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন চেয়ারম্যানসহ কর্মকর্তারা। 

আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচির একপর্যায়ে বেলা ২টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে বিকেল ৫টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন বোর্ডের কর্মকর্তারা। 

অবস্থান চলাকালে দুপুরের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা প্রধান ফটকে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তবে, শিক্ষার্থীরা হট্টগোল করে ভেতরে ঢুকে পড়েন। 

আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দিতে গিয়ে বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ওপর থেকে সিদ্ধান্ত না এলে এখান থেকে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। তবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে থাকেন। বেলা দুইটার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা। সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন করা থাকলেও শিক্ষার্থীদের সঙ্গে কোনো তর্কে জড়াননি পুলিশ সদস্যরা। 

ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের বলেন, ‘দুপুর ১২টার দিকে কিছু শিক্ষার্থী এসে অবস্থান শুরু করে। তাদের বোঝানোর চেষ্টা করা হয়। শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের নির্দেশনা পাইনি। আগামী ২৭ তারিখ মন্ত্রণালয়ে সমন্বয় কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে আমাদের বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা বিষয়টা নিয়ে আলোচনা তুলবেন।’ 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। তবে, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কোনো ঝামেলা হয়নি। ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকেল ৫টার দিকে বোর্ড কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন ছেড়ে চলে যায় শিক্ষার্থীরা। পরিস্থিতি এখন শান্ত আছে।

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ