হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আপনি সাংবাদিক হলে আমি সাংবাদিকের বাপ

মানিকগঞ্জ প্রতিনিধি

নাসিম ভূঁইয়ার দুই অনুসারী। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ী আলী আজম মানিককে দাড়ি ধরে হেনস্তাকারী নাসিম ভূঁইয়াকে কারাগারে নেওয়ার সময় ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর খেপে গেলেন তিনি ও তাঁর অনুসারীরা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশ ভ্যানে তোলার সময় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় নাসিম ভূঁইয়া সাংবাদিকদের ভিডিও না করার জন্য হুমকি দেন এবং আশপাশে থাকা তাঁর অনুসারী ও স্বজনেরাও সাংবাদিকদের হুমকি দেন। নাসিম ভূঁইয়া রেগে গিয়ে বলেন, ‘আপনি কিসের সাংবাদিক? ভিডিও করেন কেন? সরেন।’

পাশ থেকে নাসিম ভূঁইয়ার এক অনুসারী বলেন, ‘৩৩ বছর ধরে আমরা রাজনীতি করি। আপনারা ভিডিও করছেন কেন? গ্যাদারিং করলে মাসুদ পারভেজ ভাইকে (জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক) এখন কল দেব। আপনি সাংবাদিক হলে আমি সাংবাদিকের বাপ। ভিডিও করতে না করি, আপনার পছন্দ হয় না?’

এ বিষয়ে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জেলার অনেকে আমার নাম ভাঙিয়ে হুমকি-ধমকি দেয় এবং চাঁদাবাজি করে। আমি নিজেও তাদের খুঁজছি। তাদের পেলে আমি নিজে পুলিশের কাছে ধরিয়ে দেব।’

এর আগে গত মঙ্গলবার ব্যবসায়ী আলী আজম মানিককে দাড়ি ধরে মারধর ও হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর ওই দিন রাতেই নাসিম ভূঁইয়া বিএনপির কেউ নয় দাবি করে দলীয় প্যাডে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠানো হয় গণমাধ্যমে।

দলীয় ক্ষমতা ব্যবহার করে সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান বলেন, ‘আমরা নিশ্চিত করে বলছি, নাসিম বিএনপির কেউ না; বরং সে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছে। আমাদের কথা পরিষ্কার, সে যে অপরাধ করেছে, তার শাস্তি হোক। ভবিষ্যতে সে কোনো পদ-পদবি তো দূরের কথা, কোনো মিটিং-মিছিলেও যেতে পারবে না।’

উল্লেখ্য, ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধর ও হেনস্তার ঘটনায় চার দিন পর শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর থেকে আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে