হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিল্পী মানবেন্দ্রর বাড়ি পোড়ানো মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

বাবুল হোসেন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পোড়ানো মামলায় জেলা কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন (৫৫) মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাবুল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গত নববর্ষের শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত ১৫ এপ্রিল রাতের ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৭ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুল হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিন মাস তিনি জেলা কারাগারে বন্দী ছিলেন।

মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান আজকের পত্রিকাকে বলেন, বাবুল হোসেন কিছুদিন কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (বুধবার) সকাল ১০টার দিকে হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। পরে তাঁকে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, বাবুল মারা গেছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, বাবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য পুলিশ তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বাবুলের মৃত্যুর সঠিক কারণ জানতে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমান উল্লাহ বলেন, গড়পাড়ায় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পোড়ানো মামলার আসামি ছিলেন বাবুল। তিনি ওই ঘটনার পরপরই গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে বন্দী ছিলেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাবুলের এক আইনজীবী অভিযোগ তুলেছেন, বাবুল যে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন, ওই মামলায় অন্য আসামিরা জামিন পেয়েছেন। কিন্তু বাবুল অসুস্থ থাকার পরও শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জামিন পাননি।

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ