হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার লাবলু মিয়া। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার আসামি মো. লাবলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। লাবলু মিয়া পৌরসভার বড়াইগ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, লাবলু মিয়া আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না, তবে মানিকগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের ঘনিষ্ঠজন ছিলেন। তাঁর ছত্রছায়ায় ঠিকাদারি কাজও করতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি গাঁ ঢাকা দেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ৫ আগস্টের পর থেকে লাবলু মিয়া পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলা রয়েছে। তিনি ওই মামলার ২৩ নম্বর আসামি।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও খবর পড়ুন:

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে