হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অতিরিক্ত গাড়ির চাপে নাকাল ঢাকা-আরিচা মহাসড়ক

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে লকডাউন শিথিল করার ফলে রাজধানী ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে মানুষ। আজ মঙ্গলবার সকাল এগারোটায় ঢাকা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে অতিরিক্ত যানবাহনের চাপে সারা রাস্তা জুড়ে জ্যামের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপের ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। সেই সঙ্গে তীব্র গরমে দীর্ঘক্ষণ গাড়িতে আটকে থাকায় নারী ও শিশুরা চরম অস্বস্তিতে পড়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া ছোটখাটো বেশ কয়েকটি দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ উত্তরাঞ্চলের কমপক্ষে ২১ জেলার মানুষ ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বাড়ি যাওয়ার ফলেই মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।

এ সময় মহাসড়কের তলা এলাকায় জ্যামে আটকে পড়া প্রাইভেটকারের চালক মো. আসলাম জানান, গাবতলী থেকে মানিকগঞ্জ পর্যন্ত আসতে সময় লেগেছে চার ঘণ্টা। সারা রাস্তায় ছিল জ্যাম। গাড়ি চালানো যাচ্ছে না, থেমে থেমে আসতে হয়। কখন বাড়ি যাব তা অনিশ্চিত।

বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনরত ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। ভোর থেকে আমি মহাসড়কের বিভিন্ন স্থানে টহল দিচ্ছি। সকালে মহাসড়কে গাড়ি চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছিল, এখন স্বাভাবিক আছে। তবে বিভিন্ন রুটের অতিরিক্ত পরিবহনের চাপে গাড়িগুলো ধীর গতিতে চলাচল করছে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু