হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অতিরিক্ত গাড়ির চাপে নাকাল ঢাকা-আরিচা মহাসড়ক

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে লকডাউন শিথিল করার ফলে রাজধানী ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে মানুষ। আজ মঙ্গলবার সকাল এগারোটায় ঢাকা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে অতিরিক্ত যানবাহনের চাপে সারা রাস্তা জুড়ে জ্যামের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপের ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। সেই সঙ্গে তীব্র গরমে দীর্ঘক্ষণ গাড়িতে আটকে থাকায় নারী ও শিশুরা চরম অস্বস্তিতে পড়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া ছোটখাটো বেশ কয়েকটি দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ উত্তরাঞ্চলের কমপক্ষে ২১ জেলার মানুষ ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বাড়ি যাওয়ার ফলেই মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।

এ সময় মহাসড়কের তলা এলাকায় জ্যামে আটকে পড়া প্রাইভেটকারের চালক মো. আসলাম জানান, গাবতলী থেকে মানিকগঞ্জ পর্যন্ত আসতে সময় লেগেছে চার ঘণ্টা। সারা রাস্তায় ছিল জ্যাম। গাড়ি চালানো যাচ্ছে না, থেমে থেমে আসতে হয়। কখন বাড়ি যাব তা অনিশ্চিত।

বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনরত ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। ভোর থেকে আমি মহাসড়কের বিভিন্ন স্থানে টহল দিচ্ছি। সকালে মহাসড়কে গাড়ি চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছিল, এখন স্বাভাবিক আছে। তবে বিভিন্ন রুটের অতিরিক্ত পরিবহনের চাপে গাড়িগুলো ধীর গতিতে চলাচল করছে।

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি