হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার মানিকগঞ্জ শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বাবুল সরকারকে ঢাকার দারুস সালাম থানাধীন এস এ খালেক আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত পরে শুনানি হবে জানিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় গত বছরের ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে নাশকতা ও হামলার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

এ মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারসহ ৯১ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনও এই মামলার আসামি।

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি