হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ব্যবসায়ীকে লাঞ্ছিত করা ব্যক্তির সঙ্গে বিএনপির সম্পর্ক নেই: বিবৃতি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

গত সোমবার রাতে ঘিওরে ব্যবসায়ীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কম্পিউটার দোকানে ঢুকে ব্যবসায়ীকে দাড়ি ধরে টানাটানি ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত নাসিম ভূঁইয়ার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এমন দাবি করেছে উপজেলা বিএনপি।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ বুধবার সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. ওয়াজেদ আলী বলেন, ‘এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নাসিম ভূঁইয়াকে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কর্মী-সমর্থক বলে প্রচার করা হয়। তবে গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এর তীব্র প্রতিবাদ করে ঘিওর উপজেলা বিএনপি।

গতকাল রাত ১১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. ওয়াজেদ আলী (মিস্টার) এক যৌথ বিবৃতিতে বলেন, ‘নাসিম ভূঁইয়া বিএনপির কোনো পর্যায়ের—ইউনিয়ন, ওয়ার্ড বা সহযোগী সংগঠনের সদস্য বা নেতা-কর্মী নন। তাঁর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে হেয় করার অপচেষ্টা করছেন।’

গত সোমবার রাত ৯টার দিকে ঘিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে ঢুকে প্রতিষ্ঠানটির মালিক আলী আজম মানিককে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং দাড়ি ধরে টানাটানি করেন এক ব্যক্তি। ঘটনাটি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিএনপির ওই বিবৃতিতে আরও বলা হয়, হেনস্তাকারী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশেষ করে, দোকানদারের দাড়ি ধরে টানাহেঁচড়া করার ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, যা অত্যন্ত নিন্দনীয়।

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি