হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যমুনায় ডুবে যাওয়া স্পিডবোটের ১৮ যাত্রী জীবিত উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌ-রুটে যমুনা নদীতে ডুবে যাওয়া একটি স্পিডবোটের ১৮ যাত্রীকে বুধবার বিকেলে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌ-রুটে যমুনা নদীতে ডুবে যাওয়া একটি স্পিডবোটের ১৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

ঘিওর উপজেলার শিবালয় থানার এএসআই আবুল কালাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী স্পিডবোটটি তলা ফেটে ডুবতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা এসে দ্রুত যাত্রীদের উদ্ধার করে। পরে নৌ পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধার হওয়া যাত্রীদের পার্শ্ববর্তী চর থেকে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়।

ডুবে যাওয়া স্পিডবোটটি প্রায় ৬ কিলোমিটার ভেসে যাওয়ায় শিবালয়ের ঝড়িয়ারবাগ এলাকা থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, বেলা ৩টার দিকে আরিচা ঘাট থেকে ১৮ যাত্রী নিয়ে কাজিরহাটের উদ্দেশে রওনা দেয় রহিজউদ্দিনের মালিকানাধীন একটি স্পিডবোট। গোয়ালন্দ উপজেলার দেওলিয়া মৌজার কাছে পৌঁছালে নদীতে প্রচণ্ড ঢেউ ও প্রবল স্রোতের কারণে বোটটির তলা ফেটে যায়। এ সময় আশপাশে থাকা একটি লঞ্চ ও একটি ইঞ্জিনচালিত নৌকা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের নিরাপদে উদ্ধার করে।

উদ্ধার হওয়া যাত্রী মাসুদ রানা বলেন, ‘বোটের তলা ফেটে যাওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচ বছরের শিশু সুরাইয়াকে আমি নিজে বাঁচানোর চেষ্টা করছিলাম, ঠিক তখনই একটি নৌকা এসে আমাদের সবাইকে তুলে নেয়।’

বেড়া উপজেলার কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে ভেসে যাওয়া স্পিডবোটটিও উদ্ধার করা হয়েছে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু